সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০

কচুয়ায় গোলাম হোসেনের গণসংযোগ
ফরহাদ চৌধুরী ॥

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন কচুয়ায় গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শুক্রবার দিনব্যাপী পালাখাল মডেল ইউনিয়ন, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার জনগণের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথকভাবে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা আবুল মার্কেট সংলগ্ন বালুর মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আজীবন জড়িয়ে থাকবে বঙ্গবন্ধুর নাম। তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির স¦প্ন দেখেছেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থয়ানে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়েছেন আমরাও পারি। তিনি ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

আগামী দ্বাদ্বশ সংসদ নির্বাচনে আলহাজ্ব মোঃ গোলাম হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যৌথভাবে চাঁদপুর-১ কচুয়া আসনে যৌথভাবে মনোনয়ন প্রদান করে। তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আামি একক মনোনয়ন প্রত্যাশী।

কচুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহদাত হোসেনের পরিচালনায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, সাবেক সহ-সভাপতি শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, নির্বাহী সদস্য কামাল হোসেন খন্দকার, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী সভাপতি জহিরুল আলম টগর, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, মোঃ সেলিম, সহ-সভাপতি এনামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ আবু ইউছুফ, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামছ মিঠু, সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতা-কর্মী সমর্থক গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়