প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই আলু, কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোওয়ারী দুলালসহ অনেকেই উপস্থিত থেকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আলোচনা করেন।