সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

মেধাবিকাশ মডেল স্কুল নিয়ে ষড়যন্ত্র
মিজানুর রহমান ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে প্রতিষ্ঠিত মেধাবিকাশ স্কুলটি নতুন প্রতিষ্ঠিত হলেও এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান এর আগে ৩টি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগানো ও এলাকার কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ সম্পত্তিতে ১৮দিনে টিনশেড বিল্ডিং নির্মাণ করে স্কুলের কার্যক্রম শুরু করেন। আশপাশের বিদ্যালয়ের চেয়ে মেধাবিকাশ স্কুলে পড়াশোনার মান ভালো হবে বলেই অন্য কিন্ডারগার্টেন থেকে এ স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা ভালো। কিন্তু প্রতিহিংসা করে কিছু লোক মেধাবিকাশ স্কুলের নামে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়ে পড়েছে। স্কুলটিকে ধ্বংস করার জন্যে তারা অপপ্রচার চালাচ্ছে।

জানা যায়, মেধাবিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান এর পূর্বে ৩টি কিন্ডারগার্টেনে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করায় শিক্ষার মান ভালো হবে ধারণা করে এলাকার সচেতন অভিভাবক তাদের কোমলমতি সন্তানদের এ স্কুলে ভর্তি করান।

এ ব্যাপারে স্কুল প্রতিষ্ঠাতা মিজানুর রহমান বলেন, আমি স্কুল প্রতিষ্ঠা করার পর এলাকার সচেতন অভিভাবকরা সাড়া দিয়ে এগিয়ে এসেছেন। তাদের কোমলমতি সন্তানদের আমার স্কুলে ভর্তি করিয়ে সহযোগিতা করেছেন। বর্তমানে আমার স্কুলে ৭১ জন ছাত্র-ছাত্রী রয়েছে। আমি নিজের সম্পত্তিতে বন্ধ হয়ে যাওয়া ইটভাটা ও সিআইপি বেড়িবাঁধ সড়কের পাশে স্কুল প্রতিষ্ঠা করি। আমি এর পূর্বে ৩টি কিন্ডারগার্টেনে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার স্কুল সরকারি নিবন্ধনকৃত স্কুল।

তিনি বলেন, ¬¬¬একটি মহল আমার স্কুল বন্ধ করে দেয়ার পাঁয়তারা করে আসছে। আল্লাহ আমার সাথে আছেন। আমি স্কুল পরিচালনা নিয়ে আল্লাহর রহমতে সফল হবো। এলাকাবাসীসহ সকলের সহযোগিতায় আমার স্কুলের সুনাম রক্ষা করে এগিয়ে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়