সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

জাটকা মওসুমে চাঁদপুরের জেলখানায় ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি ছিলো
মিজানুর রহমান ॥

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে আগামী ২৪ জুলাই হতে ৩০ জুলাই সারা দেশের ন্যায় চাঁদপুরেও উদযাপিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। এ উপলক্ষে গতকাল ১২ জুলাই বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন বিষয়ক জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফাযেত আহম্মদ সিদ্দিকী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, মৎস্যজীবী নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, শাহ আলম মল্লিক প্রমুখ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের মৎস্য সম্পদের উন্নয়ন ও মাছের উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে। এবার জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি। আপনারা জানেন, জাটকা মওসুমে চাঁদপুরের জেলখানায় ধারণ ক্ষমতার তিনগুণ বেশি বন্দি ছিলো। গত বছরের তুলনায় এ বছর পাঁচগুণ বেশি আসামীর জেল হয়েছে। নৌকা জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। নৌপুলিশ ও কোস্টগার্ড প্রচুর পরিমাণে জাটকা জব্দ করেছে। সামনের দিনগুলোতে আরো ইফেক্টিভ অভিযান হবে। আপনারা আমাদের সাথে থাকলে সামনে আমরা আরো ভালো কাজ করতে পারবো।

সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাত দিনব্যাপী চাঁদপুরে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হলেও চাঁদপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৫ জুলাই। ওইদিন সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে সদর উপজেলা পরিষদ পর্যন্ত ব্যানার-ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা, ব্যাপক প্রচার-প্রচারণা, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী, মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর ও জলাশয়ে পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, ২০ জন মৎস্যজীবীর মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও ৩০ জুলাই বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়