সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০

মেঘনা নদী থেকে সাড়ে ৭ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গোলাম মোস্তফা ॥

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫শ’ ৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের কাছে মেঘনা নদী দিয়ে মাদকের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা এটি থামানোর সংকেত দেয়। পরে কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের (কমলা) ব্যাগের ভেতরে লুকানো অবস্থায় ৭ হাজার ৫শ’ ৫ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো : শরীয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা মোঃ রিয়াজ (২২) ও মোঃ শাহফাজ (৩০), চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে ইঞ্জিন চালিত বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়