রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০

৬ ঘন্টায় চাঁদপুর শহর এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ
গোলাম মোস্তফা ॥

পবিত্র ঈদুল আজহার দিন চাঁদপুর শহর এলাকার কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করেছে চাঁদপুর পৌরসভা। মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এই বর্জ্য অপসারণের মতো একটি চ্যালেঞ্জিং কাজ সাফল্যের সাথে সমাপ্ত করা হয়েছে। আর এই কাজে নিয়োজিত ছিলেন পৌরসভার তিনশত পরিচ্ছন্ন কর্মী।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার প্রতিটি অলিগলিতে পশু জবেহ করার বর্জ্য অপসারণ করে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে ত্যাগের মহিমা প্রদর্শনে ও সৃষ্টিকর্তার নৈকট্যলাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ বছর পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলিতে প্রায় ৩ হাজার পশু কোরবানি করা হয়। আর কোরবানির পশুর বর্জ্য দুপুর ১টা থেকে অপসারণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই পৌর এলাকার এ বর্জ্য অপসারণে পৌরসভার কঞ্জারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ৩শ’ পরিচ্ছন্ন কর্মী কষ্টকর দায়িত্ব পালন করেন। যে তথ্য জানান পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ শাহজাহান খান। তিনি মেয়রের নির্দেশনায় ও তাঁর সার্বিক তত্ত্বাবধানে বর্জ্য অপসারণ কাজের তদারকি করেন। বিশেষ করে পৌরসভার ১৫টি ওয়ার্ডের নারী ও পুরুষ কাউন্সিলরগণ প্রত্যেকে স্ব স্ব ওয়ার্ডে বর্জ্য অপসারণ কাজে সার্বিক সহযোগিতা করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বর্জ্য অপসারণ বিষয়ে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ ঈদের বেশ ক’দিন পূর্ব থেকেই পৌর এলাকার জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করার বিষয়টি প্রচার করেন। কঞ্জারভেন্সী ইন্সপেক্টর শাহজাহান খান বলেন, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুপুর ১টা থেকে আমরা কাজ শুরু করে সন্ধ্যা ৭টার মধ্যে শতভাগ শেষ করি। এজন্যে ৫ জন সুপারভাইজার এবং ৩শ’ পরিচ্ছন্ন কর্মী কাজ করেন। বর্জ্য অপসারণের কাজে ১০টি ট্রাক, ৭০টি ভ্যান ছাড়াও ৩০টি ট্রলি নিয়োজিত ছিলো। বর্জ্য অপসারণের পর পৌর এলাকাকে দুর্গন্ধমুক্ত রাখার জন্যে পরিচ্ছন্ন কর্মীরা রাস্তায়, ড্রেনে প্রায় আড়াই হাজার কেজি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। তাৎক্ষণিক সহায়তা দিতে কঞ্জারভেন্সী বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টাই খোলা ছিলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে অন্যান্য সময়ের মতো আবর্জনার স্তূপ নেই। মূল সড়কের পাশেও নেই তেমন বর্জ্য। পূর্ব নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় বিভিন্ন স্থানে যারা কোরবানি দিয়েছেন, তারাও সচেতন ছিলেন। পৌরবাসী কোরবানির বর্জ্য ড্রেনে না ফেলে ড্রেন ও রাস্তার পাশে স্তূপ করে রাখেন। এতে পরিচ্ছন্নকর্মী সহজে বর্জ্য সংগ্রহ করতে পেরেছেন। পৌর এলাকা পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে প্রায় ৩শ’ পরিচ্ছন্নকর্মী মাঠে কাজ করেছেন। এতে সন্ধ্যার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছে পৌরসভা। বর্জ্য অপসারণে পৌরবাসীর সহযোগিতা, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়