প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টার ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বুধবার রাত ১০টা থেকে বুকের ব্যথা অনুভব করেন। রাত ১টার দিকে ব্যথা বেড়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই-বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁর নিজ বাড়ির মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জীবদ্দশায় সৈয়দ আহমেদ মাস্টার ধর্মীয় বিবেচনায় তার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা ও কফিনে কোনো প্রকার ফুল না দেয়ার অসিয়ত করে যান