প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ সকল যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।