প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০
ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা প্রদান করে আসছেন কয়েকজন স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলা পুলিশ লাইন্স নার্সারির স্বত্বাধিকারী ও জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক টিমের সদস্য সোহান চৌধুরীর তত্ত্বাবধানে করোনাকালীন এ মহাদুর্যোগে ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে প্রথমে ৬টি এবং বর্তমানে ১১টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। ডাক্তারের পরামর্শের ভিত্তিতে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবীরা। বুধবার পর্যন্ত তারা ৩১জনকে বিনামূল্যে এ সেবা প্রদান করেছেন বলে জানান। এছাড়াও ১শ’-এর বেশি করোনা আক্রান্ত রোগী বিনামূল্যে টেলিমেডিসিন সেবা গ্রহণ করে আসছেন। তারা জানান, করোনায় আক্রান্ত কোনো রোগী যদি ১বার ফোন করে তাদের সমস্যা জানান, পরদিন থেকে ডাক্তারগণ প্রতিদিন দু’বার করে ১০ দিন পর্যন্ত তাদের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ডু সামথিং ফাউন্ডেশন চাঁদপুরসহ মোট ৪৭টি জেলায় এ সেবা প্রদান করছে বলে জানান চাঁদপুর জেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকগণ।
ডু সামথিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমলিডার ওমর ফারুক, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, স্বেচ্ছাসেবক বাবু পাঠান, রুবেল, মহিউদ্দিন সবুজ, কাউসার, মিরাজ প্রমুখ।