প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে বিভিন্ন পেশার ১২৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
চাঁদপুরে বিভিন্ন পেশার ১২৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১১ আগস্ট) বেলা ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে হিজড়া সম্প্রদায়, সিএনজিচালিত অটোরিকশা চালক ও দুঃস্থ ১২৭ জনকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
|আরো খবর
এ সময় জেলা প্রশাসক বলেন, কোভিড-১৯-এর সময়ে আমাদের সকল শ্রেণী-পেশার মানুষই কষ্টে আছেন। পৃথিবীর কোনো শ্রেণীর মানুষ এ সময় ভালো আছেন তা বলা যাবে না। আমরা সকলেই একটি কষ্টের সময় পাড়ি দিচ্ছি। আমাদের এই দুর্যোগ সময় যাতে ভালোভাবে অতিবাহিত করতে পারি, তার জন্যে প্রধানমন্ত্রীর এ উপহার। যদি আমরা নিয়ম মেনে চলি, এই দুর্যোগটা আমাদের মাঝে বেশিদিন থাকবে না। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনারা জানেন, লকডাউন শিথিল করে আমাদের সকল সেক্টর খুলে দেয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই সময় স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে।
জেলা প্রশাসক আরো বলেন, হাসপাতালে গেলে দেখা যায়, আমাদের করোনা পরিস্থিতি খুবই খারাপ। এর কারণ হচ্ছে, আমাদের অসচেতনভাবে চলাফেরা। শুরু থেকে আমরা সচেতন ও মাস্ক পরিধান করলে এই কষ্টের সম্মুখীন হতে হতো না। আমার অনুরোধ রইলো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার ও প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কাজী মোঃ মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসানসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ। জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দল প্রধান ওমর ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এদিন হিজড়া সম্প্রদায়ের ৬৬ জন, সিএনজিচালিত অটোরিকশ চালক ৩৮ জন, অসহায় ও দুঃস্থ ২৩ জনকে প্রধানমন্ত্রীর উপহার হাতে তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। উপহারসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন ও ১ কেজি লবণ।