প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০
নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান গাজীকে সান্ত¡না দিতে গিয়ে হামলার আহত হয়েছেন এক ইউপি সদস্য ও তার ছেলে। তারা বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয় হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে ১০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজী। নির্বাচনে আগের ৮ ইউপি সদস্য পুনরায় নির্বাচিত হন। নির্বাচনের পরের দিন ৩০ ডিসেম্বর বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর নির্বাচিত ৮ ইউপি সদস্য পরাজিত প্রার্থী হাবিবুর রহমান গাজীকে সান্ত¡না দিতে তার বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর তিনি পরাজিত আর মেম্বাররা বিজয়ী হলেন কেনো এ বিষয় নিয়ে ইউপি সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান গাজীর নেতৃত্বে তার পরিবারের লোকজনসহ মেম্বারদের ওপর হামলা করে। এতে ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী গুরুতর আহত হন।
আহত ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আমাদের নির্বাচনের ফলাফল নিতে এসে সকল সদস্য একত্রিত হই। আমি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে সভাপতি হাবিবুর রহমান গাজীকে সান্ত¡না দিতে সকলকে সাথে নিয়ে তার বাড়িতে যাই। আমরা যাওয়ার পর তিনি তার ছেলে ও লোকজনকে হুকুম দেন আমাদেরকে মারার জন্যে। এমন সময় তারা আমাদের উপর এলোপাতাড়ি হামলা করে।