প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পানিতে ডুবে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শাহরাস্তি গেট (দোয়াভাঙ্গা) এলাকায় টামটা উত্তর ইউনিয়নের কুলশী গ্রামের মৃত আফিল উদ্দিনের পুত্র আমির হোসেন তার জামাতা সেনগাঁও গ্রামের প্রবাসী শরীফ হোসেনের নির্মাণাধীন ৪তলা দালানের কাজের দেখভাল করতেন। ঘটনার দিন অজ্ঞাত সময়ে সবার অজান্তে তিনি ওই দালানের লিফটের গর্তের পানিতে ডুবে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।