সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ১ মাসে ৯ জনের প্রাণহানি
মাহবুুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার সড়কে ঝরলো আরো ১টি প্রাণ। বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আক্তার হোসেন প্রধান বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। এ মাসে মতলব উত্তরের সড়কে ঝরলো ৯টি প্রাণ।

বুধবার দুপুর ১টা ১৫ মিনিটের সময় মোটরসাইকেলের যাত্রী হিসেবে চলার সময় মতলব উত্তর বেড়িবাঁধ সটাকী এলাকায় পেছনের চাকা পাংচার হওয়ায় মারাত্মকভাবে আহত হয় ফরাজীকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড আমিনপুর গ্রামের মেম্বার মোঃ খোকনের ছোট ভাই আক্তার হোসেন প্রধান। সে মোটরসাইকেলে কালিপুর থেকে বাড়ে যাচ্ছিলেন। চালকের মাথায় হেলমেট থাকায় তিনি আঘাত পায়নি। কিন্তু আক্তার হোসেনের মাথায় হেলমেট না থাকায় তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

আক্তার হোসেন প্রধানকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে নিউরোসাইন্স ইন্সটিটিউটে রেফার করা হয়। নিউরোসাইন্স ইন্সটিটিউটের ইমারজেন্সি হয়ে (আইসিইউ দ্রুত ব্যবস্থা না হওয়ায়) বাংলাদেশ স্পেশালাইড হসপিটালের নিউরোসার্জারির অধীনে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

শুক্রবার জুম্মাবাদ আক্তার হোসেন প্রধানের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়