সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০

সংবাদ পরিবেশনে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে
বিমল চৌধুরী ॥

উৎসবমুখর পরিবেশে জেলায় কর্মরত জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের আমন্ত্রিত অতিথিদের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সমাবেশ। চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত এ সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি সকল উপজেলার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার বাবাও ছিলেন একজন সাংবাদিক, সেই হিসেবে আমি সাংবাদিক পরিবারেরই একজন। তিনি বলেন, চাঁদপুর জেলা শহরে অনেকগুলো পত্রিকা রয়েছে এবং তাদের সকলের সাথে রয়েছে অত্যন্ত সুসম্পর্ক, যা প্রশংসনীয়। চাঁদপুর প্রেসক্লাবে এলেই মনে হয় আমি আমার পরিবারের মাঝে রয়েছি। তিনি চাঁদপুর প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ, তাঁর হাত ধরেই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ। তাঁর হাতেই নির্মাণ হয়েছে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বহু উন্নয়নমূলক স্থাপনা। তাঁর হাত ধরেই আগামী ৪১ সালের মধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করবে বাংলাদেশ। দেশের এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রয়োজন রয়েছে জননেত্রী শেখ হাসিনার। জনগণের যে কোনো সমস্যা নিরসনে তিনি সবসময়ই সচেষ্ট থাকেন। সমস্যা সমাধানে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তাঁর রয়েছে দূরদর্শিতা। তাঁর সেবা, প্রজ্ঞা, মেধা ও জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে দেশের উন্নয়নের মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর তিনি এখন স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ গড়ার। তাঁর হাত ধরেই দেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদেরও যথেষ্ট ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে তাদের অনেক করণীয় রয়েছে। সংবাদ পরিবেশনে নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। সরকারের অনেক সফলতা রয়েছে, রয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। তা জনসম্মুখে তুলে ধরতে হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই সরকারের ভুল-ত্রুটি নিয়ে লিখবেন, ভুল ত্রুটির বাইরে কেউ নয়। সত্য প্রকাশের মধ্য দিয়েই ভুলের সংশোধন হয়। নেতিবাচক চিন্তা-চেতনা আমাদেরকে পিছিয়ে দেয়। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, মানুষের স্বপ্নকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বিগত ১৪ বছর ধরে আপনাদের হয়ে কাজ করছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আর নির্বাচিত করেছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক গুরুদায়িত্ব দিয়েছেন। তা পালনে আমি সকল সময়ই আন্তরিক। কারণ, আমার কাজের সাথে আপনাদের সম্মান জড়িয়ে রয়েছে। আপনারা আবারো আমাকে কাজ করার সুযোগ দিবেন সেই বিশ্বাস ও ভালোবাসা আমার রয়েছে আপনাদের প্রতি।

তিনি বিষয়ভিত্তিক পাঠদান, মূল্যায়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয়াসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক রূপান্তর হচ্ছে বলেও উল্লেখ করেন।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তুমুল করতালির মধ্য দিয়ে সকলে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান এবং ৫ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শত ব্যস্ততার মাঝেও চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত সাংবাদিক সমাবেশে উপস্থিত হওয়ার জন্যে প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী ও নবাগত সভাপতি এবং সাধারণ সম্পাদক। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবের আমেজ। কানায় কানায় পরিপূর্ণ ছিল প্রেসক্লাব মিলনায়তন। এমন পরিপূর্ণ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে তুমুল করতালির মধ্য দিয়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তাঁরা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে ও বিদায়ী সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় অতিথিদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বলেন, লেখনী হলো জনমত সৃষ্টির বড় হাতিয়ার। পৌরসভার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য ড্যাফোডিল ইউনিভার্সিটির হেড অব পাবলিক আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক বাংলা বাজার পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শওকত আলী, আদিবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফ রাসেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শাওন পাটওয়ারী, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক নেতা গোলাম সরোয়ার সেলিম, মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম নবী খোকন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মাকসুদুল আলম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, কচুয়া প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতিসহ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত সকলকে দুপুরের আপ্যায়নসহ উপঢৌকনে সম্মানিত করা হয়। প্রাণবন্ত আয়োজনে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়