প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
চট্টগ্রামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠলো চাঁদপুর জেলা দল। বছরের প্রথমদিন ১ জানুয়ারি দলটি সেমি-ফাইনালে খেলবে। বান্দরবানকে ১৩৩ রানে হারিয়ে দলটি সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ২৯ ডিসেম্বর বৃহস্পতিবারের ম্যাচে অংশ নেয় চাঁদপুর ও বান্দরবান জেলা অনূর্ধ্ব-১৪ দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। তারা নিধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আব্দুল্লা আল ফাহিম ৫০, আবরার রশিদ সাফি ৩২ ও ফারহান মাহাতাব ৩২ রান করেন।
বান্দরবান জেলা ২০৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২৮ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ৭০ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে ফাহিম ৬ রানে ৪ টি উইকেট নেন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : আবরার রশিদ সাফি, ফারহান মাহাতাব শাওন, সৈয়দ আলম মাহাজ, আদিল আরহাম, আবদুল্লাহ আল জুবায়ের মামুন, জুবায়ের আহম্মেদ খান, আব্দুল্লা আর ফাহিম, ফারদিন হোসাইন, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, নেহাল আহমেদ, ইশতিয়াক আহমেদ, আরাফাত মাহিন ও তৌহিদুল ইসলাম। দলের কোচ : পলাশ কুমার সোম ও টিম ম্যানেজার ফয়সাল সানি।