সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাঁদপুর শহরে আনন্দ মিছিল
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরের কৃতী সন্তান, চাঁদপুর-৩ আসনের তিনবারের নির্বাচিত এমপি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চমবারের মতো যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য পদে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চাঁদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আনন্দ মিছিল বের করেছে।

গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন ও জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম। জেলা যুব মহিলালীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।

উক্ত আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন, জেলা বিএমএ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশ শিক্ষক পরিষদসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার সহকারে আনন্দ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, এই আনন্দ মিছিলটি এ যাবৎকালের স্মরণীয় মিছিল হিসেবে চাঁদপুরে আলোচনা তৈরি করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়