প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর হাইমচর উপজেলায় ইএএলজি প্রকল্পের আওতায় কিশোরী ক্লাবের ৪০ জন কিশোরী সদস্যকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৯ জনকে বিকল্প কর্মসংস্থানে পুনর্বাসিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।