প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০
আজ শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন। সমাবেশে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং চাঁদপুর শহরস্থ সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলার ৭ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আজকের সাংবাদিক সমাবেশে বিশেষভাবে আমন্ত্রিত।