প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীর মতলব উত্তর এলাকার মোহনপুরে লাইটারেজ জাহাজ হতে ৪ কোটি টাকার চিনি পাচারের অভিযোগে জাহাজের ১১ জন ও চাঁদপুরের চিহ্নিত চোরাকারবারী ৪ জনসহ ১৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে চাঁদপুর নৌ-থানার পুলিশ। আটকদের পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চাঁদপুর মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিশ্চিত করেছেন। নৌ-পুলিশের এ কর্মকর্তা জানান, আকিজ গ্রুপ ভারত থেকে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্যবাহী দেওয়ান মেহেদী-২ নামের একটি বড় আকারের লাইটারেজ জাহাজে করে ২০ হাজার ৩০০ বস্তা চিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মোহনপুর মেঘনা নদীতে নোঙ্গর করে ৮ হাজার বস্তা চিনি রাতের অন্ধকারে চোরাকারবারি জাহাঙ্গীর আলম মরু গাজী ওরুফে মরু হাজী (৫৬), তার সহযোগী রঘুনাথপুর এলাকার শাহজাহান, পুরাণবাজারের ফজল ও ১নং ঘাটের আলী খাঁর মাধ্যমে পাচারের পর অন্যত্র বিক্রি করে। এই ঘটনায় আকিজ গ্রুপ অব কোম্পানীর পক্ষ থেকে মতলবের মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।