প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সাবেক আমির ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়াকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নতুনবাজার এলাকার গুণরাজদীস্থ বাসভবন থেকে অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়াকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের নেতৃত্বে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, আটক অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর জামায়াতের সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, আটক জামায়াত নেতা অ্যাডঃ শাহজাহান মিয়া চাঁদপুরে জামায়াতের ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়ে মিছিল করান। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। মামলার আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে আটক অ্যাডঃ শাহজাহান মিয়া বলেন, আমি রাজনীতি করি, এটাই আমার অপরাধ। আমি অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। যেহেতু রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে, আমি আইনগতভাবে লড়াই করবো।