প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মিজানুর রহমান পাটওয়ারী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান পাশর্^বর্তী রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আঃ খালেক পাটওয়ারীর ছেলে।
এদিকে স্থানীয়রা জানায়, ব্যাটারীচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই সুমন পাটওয়ারী ও থানা পুলিশ জানান, মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত দুই বছর আগে তিনি বাড়িতে ফিরে এসে পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ব্যবসায়িক কাজে ফরিদগঞ্জে যান, পরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান ২ মেয়ে (হাবিবা, হামীমা) ও ১ ছেলে (মাহিদ) নামের তিন সন্তানের জনক।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।