সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাইমচরে আদর্শ শিশু নিকেতনের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে আদর্শ শিশু নিকেতনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী, পুনর্মিলনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদযাপন কমিটির আয়োজনে ২৫ ডিসেম্বর রোববার দিনব্যাপী উৎসবের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মিয়া।

জনাব মনিরুজ্জামান মিয়া বলেন, বিদ্যালয় একজন মানুষের ভবিষ্যতের ভিতকে নির্মাণ করে। এজন্যে বিদ্যালয়ের প্রতি সকলের দায়বদ্ধতা থাকে। বিদ্যালয়ের উন্নয়নে সকলে নিজ অবস্থানে থেকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, পুরাতন ও নতুন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্র ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান শিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক দীপু পাটওয়ারী, স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ, সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রাণী দাস এবং অমন্ত্রিত অতিথিবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিকের নেতৃত্বে অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার সদর আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক।

আদর্শ শিশু নিকেতন স্কুলের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিলো মত বিনিময়, অনুভূতি প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়