প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আলম চৌধুরী (৫০) আর নেই। সোমবার রাত পৌনে ১০টার দিকে তিনি হাজীগঞ্জ বাজারস্থ চৌধুরী পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ হাজার হাজার রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগ ক্যান্সারে ভুগছিলেন। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে চৌধুরী পাড়াস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
নাজমুল আলম চৌধুরী হাজীগঞ্জ বাজারস্থ ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী পরিবারের সন্তান ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর ছোট ভাই। তিনি ছিলেন হাজীগঞ্জ বাজারের বনেদী ব্যবসায়ী ও হাজীগঞ্জের ধড্ডা চৌধুরী বাড়ির মৃত আবদুল মান্নান চৌধুরীর সন্তান। নাজমুল আলম চৌধুরী নিজেও সুনামের সাথে ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জের রাজনৈতিক অঙ্গণ ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।