প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া নামক স্থানে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গতকাল ১৮ ডিসেম্বর দুপুর ১টায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার চরকালিয়া তফাদার পাড়ার মোঃ সুজন মিয়ার ছেলে মোঃ মমিন (২০) দুপুরে বাড়ি থেকে মতলবে যাওয়ার সময় চরমাছুয়া নামক স্থানে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
উল্লেখ্য, মাত্র ২৩ দিনের মাথায় মতলব উত্তরে ৮ জনের তাজা প্রাণ ঝরে গেল। ফতেপুর ইউনিয়নের এনায়েত নগরে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী, বাগান বাড়ি ইউনিয়নের হাফানিয়া-খাগুরিয়ায় ট্রলি গাড়ি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হন। এর মধ্যে ১ জন ট্রলির হেলপার। ষাটনলে সড়ক দুর্ঘটনায় লেগুনা থেকে ছিটকে পড়ে ১ জন স্কুল ছাত্রী নিহত ও গতকাল ১৮ ডিসেম্বর দুপুর ১টায় চরমাছুয়া নামক স্থানে মোটর সাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী মমিন নিহত হন। এ ছাড়া আরও অনেক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করছেন অনেকেই।