শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ গুপ্টি পশ্চিম ইউনিয়নে অবৈধ ড্রেজার অপসারণ
এমরান হোসেন লিটন ॥

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ড্রেজার অপসারণ করেছে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুটি পশ্চিম ইউনিয়নের ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। রোববার সকালে ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের সরদার বাড়ির পশ্চিম পাশের খালপাড় থেকে ড্রেজারটি অপসারণ করা হয়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের বাবুলের একটি ছোটপুকুর থেকে তিনশত গজ দূরে মানিক ডাক্তার নামের একজনের বাড়িতে ড্রেজার বসিয়ে মাটি নেয়া হচ্ছে। অবৈধ এ ড্রেজারের খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাৎক্ষণিক অত্র ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় ড্রেজারের পাইপ ধ্বংস করে এবং ড্রেজারটি উঠিয়ে দেয়। এ সময় ড্রেজারের মালিক শরীফ, মাটি বিক্রেতা বাবুল, ক্রেতা মানিক ডাক্তার পালিয়ে যায়। ড্রেজার দিয়ে মাটি কাটার মূল সমন্বয়ক মরিয়ম আক্তার বলেন, তিনি ফরিদগঞ্জ থানার জনৈক সাব-ইন্সপেক্টর এবং কয়েকজন সাংবাদিকের সাথে আলাপ-আলোচনা করে অনুমতি নিয়ে এই মাটি কাটার বন্দোবস্ত করেছেন।

ড্রেজার অপসারণে নেতৃত্ব দেন ৬নং গুপ্টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন গ্রাম পুলিশ আলী হোসেন, অহিদুর রহমান সহ আরও ক’জন। ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম তার এক প্রতিক্রিয়ায় বলেন, তার ইউনিয়নে অবৈধ ড্রেজার এবং অবৈধ ভ্যাকুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়