প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে পিপলস ইন্টারন্যাশনাল মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (পিআই ম্যাটস) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার ঠাকুর বাজারে প্রতিষ্ঠান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজউকের পরিচালক উপ-সচিব মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ। চট্টগ্রামের খাদ্য পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু নাসের শাকিল, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, পঞ্চনগর উবির প্রধান শিক্ষক মোঃ আঃ রহিম, আয়নাতলী ফরিদ উদ্দিন উবির সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বেরনাইয়া উবির সহকারী শিক্ষক সৈয়দ আহম্মেদ মোল্লা প্রমুখ।