প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, শুধু ফুটবল আর ক্রিকেটেই খেলা সীমাবদ্ধ নয়। সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধেও খেলা হবে। এই খেলার লক্ষ্য একটাই, সকল অপশক্তিকে পরাজিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ১৯৭১ সালে আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ২৪ বছরের অবহেলা, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতার জন্যে। জাতির পিতার ডাকে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। আজ তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে স্বাধীনতা বিরোধী যারা এখনো সমাজে ঘুপচি মেরে আছে তাদের বিরুদ্ধেই আমাদের এই খেলা। কারণ তারা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক ও অপশক্তি থেকে মুক্ত রাখতে হলে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। আজকে ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড়ই প্রমাণ করে এ দেশের মানুষ কতটা ক্রীড়াপ্রেমি। ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে গল্লাক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন খোকন আখন্দের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্চুম, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার পাটওয়ারী প্রমুখ।