শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর চাঁদপুর আদালত চত্বরে এ আয়োজনে অংশ নেন সমিতির সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাইনুল ইসলাম, সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার, আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আঃ লতিফ শেখ, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়াসহ সমিতির অন্য আইনজীবীরা।

উদ্বোধনী পর্ব শেষে ফ্যামিলি ডেতে অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় সমিতির ওয়েবসাইট ও স্মরণিকা উন্মোচন করা হয়। রাতে র‌্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ জসিম উদ্দীন (২), অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ মাসুদ রানা, অ্যাডঃ প্রভাসসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়