প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
১৬ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জ বিএনপি কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজি, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, শ্রমিক দলের সভাপতি আজিম খান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবু তাহের গাজী, উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সফিউল আলম সফু, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ৮নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মেম্বার ও সাধারণ সম্পাদক খন্দকার মোক্তার আহমেদ, ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী, ১০নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী বেপারী, সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান, ১১নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামছুল আরেফিন মুকুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুসলিম বেপারী, ১৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, ১৬নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মেম্বার, ৬নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বলি, ২নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারেস মেম্বার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একে সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন রনো প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষের জীবন ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এবং পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচার জন্যে। কিন্তু আজ ৫১ বছর পেরিয়ে গেলেও বাঙালি জাতিকে আবারও শৃঙ্খলিত করা হয়েছে। আমাদের আজ কোনো অধিকার নেই, স্বাধীনভাবে বাঁচার অধিকারও নেই। মৌলিক অধিকারগুলোও হরণ করা হয়েছে। বিজয়ের আনন্দ আজ মানুষের মধ্যে নেই। বিজয়ের আনন্দ আজ ম্লান। বিজয়ের প্রকৃত আনন্দ উপভোগ করতে হলে জাতির উপর চেপে বসা বাকশালিদের হটিয়ে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই সকল অধিকার নিশ্চিত করা হবে। তিনি আগামীদিনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
সভায় ফরিদগঞ্জ উপজেলাধীন সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেনের দীর্ঘদিন যাবত দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিতি এবং সাংগঠনিক কাজে দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয়তার কারণে তার পদ স্থগিত করে ১নং যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন মিজিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করার কথা জানানো হয়।