শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপির র‌্যালি ও শ্রদ্ধার্ঘ্য
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা বিএনপি মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে চাঁদপুর শহরে র‌্যালি করে ‘অঙ্গীকার’ বেদীতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।

জেলা বিএনপির উক্ত কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ জাহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মহান বিজয় দিবসে সবচেয়ে বেশি মনে পড়ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তাঁর ঘোষণায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার বন্দী করে রেখেছে। মহাসচিবসহ প্রায় ২ হাজার নেতা-কর্মীকেও কারাগারে রেখেছে। তাদের সবাইকে মুক্তি দিতে হবে। তিনি অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়