প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্দা এমএ ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ।
এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।