শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

জাতির পিতাকে হারিয়ে এই বাংলাদেশ উল্টো পথে চলেছে দীর্ঘদিন
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, দীর্ঘ ২৩ বছর জাতির পিতার নেতৃত্বে বাঙালি জাতি সংগ্রাম করেছে এবং একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতাকে হারিয়ে এই বাংলাদেশ উল্টোপথে চলেছে দীর্ঘদিন। আজকে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী সাহসী নেতৃত্বে বাংলাদেশ এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে এগিয়ে যায়নি। তিনি ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ‘বঙ্গবন্ধু মঞ্চে’ মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আজকে সারা পৃথিবী বিস্মিত। ছোট্ট একটা দেশ, এত বিশাল জনসংখ্যার মধ্যে জাতির পিতার কন্যা বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন করেছেন। আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিদ্যুতের সমস্যা নেই, দুর্যোগ মোকাবেলার রোল মডেল, নারীর ক্ষমতায়নের রোল মডেল, উন্নয়নের রোল মডেল। শিক্ষার হার ৬৫%-এ উন্নীত করেছেন। এই যে এমন একটি বৈশ্বিক অতিমারী হয়ে গেল। সেই অতিমারী মোকাবেলাতেও আমাদের দেশ বিশ্বের পঞ্চম। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তাই এখন আমরা স্বপ্ন দেখি, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সুখী-শান্তিময় বাংলাদেশ হবে। অথচ সেই একাত্তরের পরাজিত খুনি, পঁচাত্তরের খুনি, ২০০৪-এর একুশে আগস্টের খুনি, ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসী খুনি এবং তাদের দেশি-বিদেশি দোসরেরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আস্ফালন করছে। তাদের এত দুঃসাহস! তারা বলছে, আরেকটি ১৫ আগস্ট তারা ঘটাতে চায়। সেজন্য এই বিজয়ের মাসকে তারা বেছে নিয়েছিল দেশকে অস্থিতিশীল করবার জন্য। তারা ঘোষণা দিয়েছিল, দশ ডিসেম্বর সরকারকে পাল্টে ফেলবে। কিন্তু শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতা একই সাথে তার প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাস, বিএনপি-জামাত ও তাদের দোসররা সেই নীলনকশা বাস্তবায়ন করতে পারেনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি, তাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন স্বাধীনতার শত্রুরা বারবার এভাবে ছোবল হানতে না পারে। আমরা যাতে কোনো জায়গায় তাদের সঙ্গে যেনো আপস না করি।

ডাঃ দীপু মনি এমপি বলেন, দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশ গড়া এবং বঙ্গবন্ধু কন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন এবং বিজয় দিবসের প্রত্যয়।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, এনএসআই উপ-পরিচালক এবিএম আরমান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

জেলা প্রশাসকসহ অন্যান্য বক্তা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনের পথে সকলকে সামিল হবার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে রূপালী চম্পক ও মৃনাল সরকারের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে জেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়