প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সর্বস্তরসহ জেলার সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
বিজয়ের দিবসের শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পশ্চিম পাকিস্তানি শোষক হানাদার বাহিনীর কাছ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা নয় মাস সশস্ত্র মুক্তিযোদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়।
তারই ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধুর কন্য বিশ্বশান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে বিশ্বের মানচিত্রে এই দেশ আরো এগিয়ে যাবে।
আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান উদ্ধৃতি দিয়ে বলেন, মুজিব কোর্টের ছড়াছড়ি/আদর্শের নাহি দার ধারী।/ ৬ বোতামণ্ডএর অর্থ না বুঝিয়া/
মুজিব কোট পরি!/মুজিব আমার চেতনা/মুজিব আমার বিশ্বাস/ মুজিব আমার অহংকার/ মুজিব তুমি দিয়েছো/ সোনার বাংলা উপহার।/মুজিব তোমায় হত্যা করে/ শক্ররা ভেবেছে শেষ/ শক্ররা বুঝতে পারেনা/ মুজিব মানি বাংলাদেশ। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
১৬ ডিসেম্বরে সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
শুভেছান্তে-
আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান