প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির তরফ থেকে দলীয় কর্মসূচি ঘোষণা করে হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী এ কর্মসূচির কথা জানান। তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জেলা বিএনপি কার্যালয়ে জমায়েত হয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হবে। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অঙ্গীকারে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৯টায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রিয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ সময় উপস্থিত থাকবেন।