প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ০০:০০
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে : সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণজামায়েত, সকাল ৭টায় উক্ত স্থানে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান, বাদ আসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত, অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধার সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও তবররুক বিতরণ করা হবে। উক্ত কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মী, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানানো হয়।