প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
মানবউন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপ ব্যাপক আয়োজনে শ্রদ্ধার সাথে পালন করেন শহিদ বুদ্ধিজীবী দিবস। এদিন একই সাথে পালিত হয় জীবনদীপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রেলওয়ে ফিডার রোডস্থ (সেবা কমপ্লেক্স সংলগ্ন) জীবনদীপের কার্যালয়ের সম্মুখ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংগঠনটি শহিদ বুদ্ধিজীবীদেরকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং কামনা করেন তাদের আত্মার শান্তি। পরে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। জীবনদীপের উপদেষ্টা মরণোত্তর দেহ দানকারী বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপ্রধানে ও জীবনদীপের অন্যতম পরিচালক শিক্ষক মৃদুল দাসের পরিচালনায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের শেষ লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে তারা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিলো। তারা চেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে। কিন্তু তারা তা পারেননি। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি স্বাধীন দেশের মুক্তিকামী বীর সন্তানেরা। আজ জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শ বাস্তবায়নে সুখী-সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ তাঁর নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে মর্যদা লাভ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা যুদ্ধ করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাগণ। জাতি আজ কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের প্রতি। ১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস সম্মলিতভাবে এদেশে বুদ্ধিজীবীদের হত্যা করেন। আজ স্বাধীন বাংলাদেশে যথাযোগ্য মর্যদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। বক্তারা জীবনদীপের পক্ষ থেকে এদিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের পরিবার পরিজনদের প্রতি। আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজির আহম্মদ, মোঃ আব্দুল আজিজ শিশির, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃনাল কান্তি দাস, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লীলা মজুমদার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভানেত্রী শব্দ সৈনিক কৃষ্ণা সাহা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জীবনদীপের উপদেষ্টা প্রবাসী মোঃ সাইফুদ্দিন খান, ডাঃ পার্থ সারথি, মাহমুদুল হাসান রায়হান, মোঃ ইসমাইল খান, মোঃ ইসমাইল খান বাদল, তাপস আইচ, দ্বীপ ঘোষ প্রমুখ।
পরে রক্তদাতাসহ ডোনারদের ব্যাপক উপস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে জীবনদীপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় ব্যাপক সেবামূলক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটির মাধ্যমে মেডিকেল শিক্ষা কার্যক্রমে ও মানুষের কল্যাণকর কাজে ব্যবহারের লক্ষ্যে ১০ জন নারী ও পুরুষ মরণোত্তর দেহ দান করেন।
চাঁদপুরের কৃতী সন্তান বিশিষ্ট আইনজীবী ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ১৯১৭ সালের এদিনে মানব কল্যাণে জীবনদীপ প্রতিষ্ঠা করেন। তিনি গত ক’দিন আগে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ার কারণে বাড়িতে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং সুস্থতায় সকলের আশীর্বাদ কামনা করেন।