প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের মা মমতাজ বেগম গতকাল ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আদালত পাড়াস্থ তাঁর নিজ বাসভবনে (রশীদ ভবন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের রামপুর বাজারের বাসিন্দা মরহুম আলহাজ্ব আঃ রশীদ মৃধার সহধর্মিণী। তিনি অত্যন্ত দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অংসখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমার বড় পুত্র আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক। তিনি বর্তমানে পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার)-এর দায়িত্ব পালন করছেন।
শিক্ষামন্ত্রীর শোক
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের মা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।