শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

স্বাধীনতা বিরোধী রাজাকার-আল বদরকে প্রতিহত করার এখনই সময়
প্রবীর চক্রবর্তী ॥

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও তাসলিমুন নেসার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে আমাদের জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এর পেছনে রয়েছে স্বাধীনতা বিরোধী রাজাকার, আল-বদর ও আল-শামসরা। তাদের ইন্ধনেই আমাদের দেশের সম্পদ খ্যাতিমান শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের বেছে বেছে নির্মমভাবে হত্যা করা হয়। তাই স্বাধীনতাবিরোধী রাজাকার, আল-বদরকে প্রতিহত কররার এখনই সময়। ফরিদগঞ্জের কুখ্যাত রাজাকার মাওঃ মান্নানের পরিবারের নামে থাকা স্কুল ও মাদ্রাসার নাম হাইকোর্টের রায়ে মুছে দেয়া হলেও অদ্যাবধি কাগজপত্রে তা বহাল রয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো, যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের কলঙ্কমুক্ত করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল্যাহ তপাদার, কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সুবিদপুর পূর্ব ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়