প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০০
শহিদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় চাঁদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার রাত ৮টায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয়মেলায় বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য বেদনাবিধুর একটি দিন। একাত্তরের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়ের আগে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙ্গে দিতে বুদ্ধিজীবী নিধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শহিদ বুদ্ধিজীবীগণ দেশের জন্যে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের শূন্যতা পূরণ হবার নয়। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জ্বীবিত হতে পারলে স্বাধীনতা অর্থবহ হবে। উন্নয়নের কাঙ্ক্ষিত গন্তব্য নিশ্চিত হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন। সভা পরিচালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর একটি ডকুমেন্টারী উপস্থাপন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চের নিয়মিত আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।