প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
১৩ ডিসেম্বর চাঁদপুর কালেক্টরেট স্কুল ও কলেজের বার্ষিক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এ সময় তাঁর সহধর্মিণী আসমাউল হুসনা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।