শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

মিশনরোড এলাকায় চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড় প্রশস্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সরাসরি তত্ত্বাবধানে এই উচ্ছেদ অভিযান হচ্ছে। এমন কার্যক্রমে শহরবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং মেয়রকে অভিনন্দন জানিয়েছে।

এই উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে গতকাল সোমবার শহরের মিশনরোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। গতকাল সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান। মিশন রোড এলাকার বঙ্গবন্ধু সড়কের মাথা থেকে রেললাইনের আশপাশে এবং মিশন রোড এলাকার আশপাশে অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে থাকা স্থাপনাগুলো উচ্ছেদ করে চাঁদপুর পৌরসভা।

মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনাকালে চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী এমএ হাসান, ইঞ্জিঃ দিলীপ ও সার্ভেয়ার মোঃ মনিরুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সার্ভেয়ার মোঃ মনিরুজ্জামান জানান, ওয়াকওয়ের জন্যে ৫ ফুট জায়গা রাখার পর বাকি অংশটুকু রাস্তার সাথে মিলিয়ে দেয়া হবে। রাস্তা প্রশস্তকরণে মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়