শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দু’শিক্ষকের বিদায় অনুষ্ঠানে মেয়র আবুল খায়ের পাটওয়ারী
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক মোঃ মুনছুর হেলাল ভূঁইয়া ও প্রভাষক মোঃ লোকমান হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে তাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথের সভাপতিত্বে ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি বলেন, শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। জ্ঞানের আলো বিতরণকারী শিক্ষকরা সর্বদা সম্মানিত। তিনি কর্মে থাকেন বা অবসরে যান, সকল সময়েই শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে সর্বোচ্চ সম্মান পেয়ে থাকেন। এটাই তাদের সারাজীবনের পরম পাওয়া। আমরা সকলেই মা-বাবার পরে শিক্ষকদেরই সর্বোচ্চ সম্মান করতে শিখেছি। আশা করছি বর্তমান প্রজন্মের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এই কথাটুকু শিখাবেন। আজ যে দুজন শিক্ষক বিদায় নিচ্ছেন, তারা ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজের জন্যে সম্পদ ছিলেন। তাদের স্থান কখনো পূরণ হবে না। আশা করছি, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের নতুন শিক্ষকদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরী, প্রভাষক বেলায়েত হোসেন, শিক্ষার্থী খাদিজাতুল কোবরা ও সুমাইয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়