শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে শফিক মিজি (৭৫) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। শফিক মিজি শ্রীকালিয়া গ্রামের মিজি বাড়ির মৃত রমজান আলীর ছেলে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে পরদিন সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

শফিক মিজির এক নিকটাত্মীয় জানান, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে শফিক মিজি (৭৫) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিগত ৭/৮ বছর পূর্বে দেশে ফিরে আসেন। তিন সন্তানের জনক তিনি। সম্প্রতি তিনি বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে সেমিপাকা একটি পরিত্যক্ত ঘরের আড়ার সাথে গলায় লাইলনের রশি প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আত্মহত্যার অপর কোনো কারণ জানা যায়নি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক ওবায়েদ উল্ল্যাহ নয়ন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরদিন সকালে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়