প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক, প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শেষে গতকাল ঢাকার বাসায় ফিরেছেন। তিনি গত প্রায় একমাস যাবৎ শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা হেতু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করেন।
ডাঃ বদরুন্নাহারের পুত্রবধূ ব্যাংকার রৌশন আরা লাকী গতকাল রাতে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন, তার শাশুড়ি ঢাকায় তার দেবর ডাঃ নিলয়ের বাসায় আপাতত অবস্থান করলেও চলতি সপ্তাহে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ তাঁর বাসায় ফিরবেন।