শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন
অনলাইন ডেস্ক

গতকাল শনিবার ১০ ডিসেম্বর চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ বা ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’ এ বছর দিবসটির এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে মানবাধিকার কমিশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁদপুর মানবাধিকার কমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু সড়কের কার্যালয় থেকে দুপুর ২টায় র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুর মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আল ইমরান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক ফয়শাল আহমেদ, তৈমুর আহমেদ রুবেল, সাখাওয়াত হোসেন সাফি, সাইফ মোঃ কবির, সদস্য মোবারক হোসেন, রুমায়েন হোসেন প্রমুখ ।

প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান ইত্যাদি বিষয়ে বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়