প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্নস্থানে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
১০ ডিসেম্বর শনিবার দুপুরে তিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করে হাইমচরের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ বাড়ির কবরস্থানে দলীয় নেতৃবৃন্দ ও বাড়ির লোকজনকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন।
হাইমচরের সম্মেলন থেকে ফেরার পথে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। এদিন সন্ধ্যায় চাঁদপুর শহরের কালীবাড়িস্থ সিটি নিয়ন কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, সে¦চ্ছাসেবক লীগ, আওয়ামী মস্যজীবী লীগের নেতৃবৃন্দ।