প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০:০০
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বিশাল আয়োজনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুরানোরাই বহাল রইলেন। অর্থাৎ সভাপতি পদে ভারমুক্ত করে হুমায়ুন কবির প্রধানিয়াকে মনোনীত করা হয়েছে। আর সাধারণ সম্পাদক পদে নূর হোসেন পাটওয়ারীই বহাল রয়েছেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক গতিধারা পরিবর্তনে সম্মেলনের বিকল্প নেই। সম্মেলনের মাধ্যমে পদ পদবী আসলেই তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উজ্জীবিত থাকে। তাই দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে দুঃসময়ের দক্ষ জনশক্তি নিয়ে কমিটি গঠন করতে হবে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
সম্মেলন শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বক্তারা বলেন, রাষ্ট্রের টাকায় সারাদেশে ৫০৭টি মডেল মসজিদ নির্মাণ করার ইতিহাস শুধু শেখ হাসিনার সরকারের। যারা শেখ মুজিবুর রহমানের হত্যাকারী, সে পরিবার জিয়া পরিবার। বর্তমানে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী। এ ধরনের খুনি পরিবার ক্ষমতায় আসলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে।
দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির প্রধানিয়া, হুমায়ুন কবির পাটওয়ারী, শাহজাহান মিয়া, শাহাদাৎ সরকার ও হাবিবুর রহমান বেগ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নূর হোসেন পাটওয়ারী, আতিকুর রহমান পাটওয়ারী, এসএম আল মামুন সুমন, সাহেদ হোসেন বেপারী, জিএম জাহিদ ও ফখরুদ্দিন আলী আহমেদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।