প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং ‘বেগম রোকেয়া দিবস’ ২০২২ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
সভা শেষে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ জয়িতাগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন : অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্ষেত্রে আয়েশা আক্তার শ্যামলী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নাজমা আক্তার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে ড. রওশন আরা বেগম, সফল জননী ক্ষেত্রে আমেনা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে শুভ্রা দেবনাথ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী। সরকার সকল ক্ষেত্রেই নারীদের প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেরণায় নারীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের নানা ক্ষেত্রেই ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত জয়িতারা ও মহিলা সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।