প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে কেন্দ্রিয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে এবং বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে চাঁদপুর শহরে মিছিল বের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের শপথ চত্বর, জোড়পুকুর পাড়, নতুন বাজার, ছায়াবাণী মোড়, হাজী মহসীন রোড, চিত্রলেখা, হাসান আলী রোড, হকার্স মার্কেট এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় জেলা, সদর, পৌর যুবলীগ এবং জেলা, সদর, শহর ও কলেজ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।