শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
গোলাম মোস্তফা ॥

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫-১১ ডিসেম্বর) উদযাপন উপলক্ষ চাঁদপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার টাউন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা আপনাদের সন্তানদের খোঁজ-খবর রাখবেন। তারা কোথায় যায়, কার সাথে মিশে। আপনারা যাকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন তিনি একজন নারী ও একজন মা। আমাদের চাঁদপুর-৩ আসেনর সংসদ সদস্য ডাঃ দীপু মনি তিনিও একজন নারী ও একজন মা। দেশ আজ কত সুন্দরভাবে চলছে। জননেত্রী শেখ হাসিনা সকল স্তরে নারীদের প্রাধান্য দিচ্ছেন। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সকলে একসাথে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখি।

চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির আহ্বায়ক নারী কাউন্সিলর আয়শা রহমানের সভাপতিত্বে এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ আবুল হাসান, শহর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাদ ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দন ঘোষ ও নারীদের পক্ষে নাজমা আলম।

আলোচনার পূর্বে চাঁদপুর পৌরসভার সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সম্মুখে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়